বৃষ্টিতে নাজেহাল আগরা, হাঁটুজল তাজমহল চত্বরে

বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ চুঁইয়ে জল পড়েছে।

September 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বৃষ্টিতে নাজেহাল আগরা, হাঁটুজল তাজমহল চত্বরে। ফাইল ছবি। সৌজন্যে: wallpaperflare

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল আগরা, যার জেরে একাধিক এলাকা জলমগ্ন। বৃষ্টির জেরে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, তাজমহল প্রাঙ্গণের বাগানেও হাঁটুজল জমেছে। তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

ভিডিওতে দেখা যাচ্ছে, তাজমহলের একটি বাগান জলে ডুবে গিয়েছে। শুধু জল আর জল। সেই দৃশ্য মুঠোফোনে বন্দি করে রাখছেন পর্যটকেরা। এক আধিকারিক জানিয়েছেন, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদ চুঁইয়ে জল পড়েছে। শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল জানান, তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি তাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্ষয়ের ফলেই ছিদ্র তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনও ক্ষতি হয়নি। ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই।

গত তিন দিন ধরে দিল্লি ও আগরায় ভারী বৃষ্টি হচ্ছে। জলমগ্ন রাজ্যের নানা প্রান্ত। চাষজমি জলে তলায়, এমনকি জলে ডুবেছে জাতীয় সড়কও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen