‘টক টু কেএমসি’- তে চালু হল আরো একটি নতুন নম্বর
এখন যেকোনো একটা নম্বরে কল করেই আপনি পৌঁছতে পারবেন সরাসরি মেয়রের কাছে।

গত জুন মাস থেকেই চালু হয়ে গিয়েছে কেএমসি -র টোলফ্রি নম্বর। ফোন করে সরাসরি কথা বলা যায় মেয়র ফিরহাদ হাকিমের সাথে। মেয়রকে সরাসরি জানানো যায় নিজের ওয়ার্ডের সুবিধা অসুবিধার কথা।
নাগরিক পরিষেবাকে আরও উন্নত করতেই কলকাতা পুরসংস্থার এই অভিনব উদ্যোগ। টোল ফ্রি নম্বরটি হল, ১৮০০৩৪৫১২১৩।
অনেকেই নিজের সুবিধে অসুবিধের কথা মেয়রকে জানাতে পেরেছেন, সমস্যার সমাধানও হয়েছে। কিন্তু অনেকে এও অভিযোগ করেছেন যে তারা অনেক চেষ্টা করেও মহানাগরিককে লাইনে পাননি। বলতে পারেননি নিজেদের অসুবিধের কথা।
তাই শহরবাসীর কথা মাথায় রেখেই আরো একটি টোলফ্রি নম্বর চালু করল কেএমসি। নতুন নম্বরটি হল, ১৮০০৫৭২১২১৩।
উল্লেখ্য আগের নম্বরটিও কার্যকরী থাকবে। এখন যেকোনো একটা নম্বরে কল করেই আপনি পৌঁছতে পারবেন সরাসরি মেয়রের কাছে।