আগের মত শনিবার দুপুরে চালু থাকবে টক টু মেয়র
এবার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। শুক্রবার তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হতো।
December 25, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

পুর পরিষেবার উপর নাগরিকদের আস্থা বাড়াতে কলকাতা পুরসভায় চালু হয়েছিল ‘টক টু মেয়র’। যা যথেষ্ট সাফল্য পেয়েছে। এই কর্মসূচির হাত ধরে মেয়র ফিরহাদ হাকিমের জনপ্রিয়তাও বেড়ে যায়।
এবার দ্বিতীয় দফায় মেয়র হতে চলেছেন ফিরহাদ। শুক্রবার তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচি হতো।
সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হতে পারে।