ভিজবে জুতো, জলে না নেমে কাঁধে চাপলেন তামিলনাড়ুর মন্ত্রী

সেখানে উপস্থিত এক মৎস্যজীবী স্বেচ্ছায় তাঁকে তুলে নেন। তাঁর দাবি, ডিজেলে ভর্তুকি ঘোষণার কথা শুনে খুশি হয়েছেন মৎস্যজীবীরা।

July 10, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

জলে নামলে ভিজবে জুতো। সেই কারণে মন্ত্রিমশাই চাপলেন সমর্থকের কাঁধে। তাঁকে নৌকা থেকে তুলে পাড়ে আনছেন এক মৎস্যজীবী। ঘটনার ছবি ভাইরাল হতেই সমালোচনার মুখে তামিলনাড়ুর মৎস্যমন্ত্রী অনীত রাধাকৃষ্ণাণ।

মন্ত্রীর সাফাই, ভালোবেসেই তাঁকে কাঁধে তুলেছিলেন এক সমর্থক। মৎস্যজীবীদের সমস্যা খতিয়ে দেখতে সম্প্রতি তিনি থিরুভালুর জেলায় যান। সেখানে উপাংকুঝি লেকে নৌকা থেকে নামার সময় এই ঘটনা ঘটে। পাড়ে একটি চেয়ার রাখা ছিল, মন্ত্রীকে নৌকা থেকে কাঁধে তুলে এনে সেখানে বসানো হয়।

ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু করেছেন অনেকে। যদিও রাধাকৃষ্ণাণ জানান, তিনি জলে নামতে রাজি ছিলেন। কিন্তু সেখানে উপস্থিত এক মৎস্যজীবী স্বেচ্ছায় তাঁকে তুলে নেন। তাঁর দাবি, ডিজেলে ভর্তুকি ঘোষণার কথা শুনে খুশি হয়েছেন মৎস্যজীবীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen