২৬ নভেম্বর তরুণ গগৈয়ের শেষকৃত্য, মরদেহ ঘোরানো হবে সব ধর্মস্থানে

তরুণ গগৈয়ের শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর মরদহে ঘোরানো হবে মন্দির মসজিদ গির্জায়।

November 24, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Assam chief minister) তরুণ গগৈয়ের শেষকৃত্য (Tarun Gogoi cremation) সম্পন্ন হবে আগামী বৃহস্পতিবার, ২৬ নভেম্বর। গুয়াহাটিতে। সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন অসম রাজ্য কংগ্রেসের প্রধান রিপুন বোরা।

সোমবার রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালেই সাংবাদিক বৈঠক করেন রিপুন বোরা। গত কয়েক দিন ধরে রোগভোগের পর এদিন সন্ধ্যায় এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ। বোরা জানান, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ মঙ্গলবার সকালে দিসপুরের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে।

রাজ্যসভার সাংসদ (Rajya Sabha) বোরা সাংবাদিকদের জানান, আগামী তিন দিন যাতে মরদেহ সংরক্ষিত রাখা যায়, চিকিত্‍‌সকেরা সে ব্যবস্থা করছেন। সোমবার রাতের মধ্যেই হাসপাতালের প্রয়োজনীয় ফর্মালিটিস শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাতে হাসপাতালে মরদেহ রেখে সকালে দিসপুরে নিয়ে যাওয়া হবে।

রাজ্য কংগ্রেস (Congress) সূত্রে খবর, দিসপুরের বাড়ি হয়ে মরদেহ যাবে অসম রাজ্য বিধাসভা জনতা ভবনে। মুখ্যমন্ত্রী হিসেবে ১৫ বছর জনতা ভবনে বসেছেন তরুণ গগৈ। বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্যে কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে।

বোরা জানিয়েছেন, তরুণ গগৈয়ের (Tarun Gogoi) স্ত্রী ডলিদেবী ও ছেলে গৌরব অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে অনুরোধ করেছিলেন যাতে জনসাধারণের জন্য একদিন মরদেহ রাখার ব্যবস্থা করা হয়। পরিবারের সেই ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার একদিন মরদেহ রাখার ব্যবস্থা করেছেন। গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেবা কলাক্ষেত্র চত্বরে মঙ্গলবার সন্ধে থেকে ২৫ নভেম্বর সারাদিন মরদেহ রাখা হবে। যাতে সাধারণ মানুষ প্রবীণ এই রাজনীতিককে শেষশ্রদ্ধা জানাতে পারেন।

২৬ নভেম্বর তাঁর অন্তিমযাত্রার সূচনা হবে কলাক্ষেত্র থেকে। নিজের শহর টিটাবরের পরিবর্ত গুয়াহাটিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তরুণ গগৈয়ের শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে তাঁর মরদহে ঘোরানো হবে মন্দির মসজিদ গির্জায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen