IPL TRADE DAY: জাদেজা-CSK বিচ্ছেদে তোলপাড়, স্যাম কারান-শামি-রানা নতুন ঠিকানায়

November 15, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: আইপিএলের ট্রেড উইন্ডোর শেষ দিনে জমে উঠছে দল বদলের বাজার। লীগের দুই বড় ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনা এবার চমক দিলো ভক্তদের। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস তাদের দুই তারকা ক্রিকেটারকে নিজেদের মধ্যে ট্রেড করে পুরো লিগের উত্তেজনা আরও বাড়িয়ে দিলো। দলের দীর্ঘদিনের ভরসা রবিন্দ্র জাদেজাকে ছেড়ে দিয়ে চেন্নাই কার্যত নতুন যুগের পথে হাঁটল। অভিজ্ঞ অলরাউন্ডার গত কয়েক মরশুমে নির্ভরযোগ্য পারফরম্যান্স দিলেও তার বয়স, দলের নতুন প্ল্যানিং আর চেপকের বদলে যাওয়া উইকেট—সব মিলিয়ে পরিবর্তনের স্রোত ছিল স্পষ্ট।

রয়্যালস অবশ্য এই চুক্তিতে শক্তি বাড়াল একাধিক দিক থেকে—অভিজ্ঞতা, ভারসাম্য আর দলে এক সিনিয়র নেতৃত্বের উপস্থিতি। অন্যদিকে চেন্নাইয়ের নজর ছিল ভবিষ্যতের দিকে। বহুদিন ধরে তারা একজন ভারতীয় উইকেটকিপার-টপ অর্ডার ব্যাটারের সন্ধান করছিল এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে সঞ্জু স্যামসনকে দলে এনে। ধোনির পরবর্তী সময়ে দলের কাঠামো গড়ে তুলতে এমন অপশনের প্রয়োজন ছিল তাদের।

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)

এদিকে মুম্বই ইন্ডিয়ান্সও পিছিয়ে নেই। তারা ফিরিয়ে এনেছে শার্দুল ঠাকুরকে এবং গুজরাট থেকে তুলে নিয়েছে রাদারফোর্ডকে। দুটি চুক্তিতেই বেড়ে গেল তাদের স্কোয়াডের গভীরতা—একদিকে স্বদেশি পেস-অলরাউন্ডার, অন্যদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যাটিং অপশন।
আরও কিছু প্লেয়ার শেষ দিনে নিজেদের ঘর বদল করেছে তাঁরা হলেন- নীতীশ রানা – দিল্লিতে যোগ দিলেন, স্যাম কারান যোগ দিলেন রাজস্থানে।
মহম্মদ শামি যোগ দিলেন লখনৌ সুপার জায়ান্ট দলে।

সব মিলিয়ে, নিলামের আগে এই সব ট্রেড পুরো আইপিএল কাঠামোকেই নতুন করে সাজিয়ে ফেলেছে, আর প্রতিটি দল এখন নিজেদের ভবিষ্যৎ গঠনে আরও কৌশলী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen