“বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে” দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক তথাগত রায়

বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections) বিজেপির ভরাডুবির পর বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তথাগত রায়

May 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections) বিজেপির ভরাডুবির পর বারবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তথাগত রায়। যার জেরে দলের নেতৃত্বের কটাক্ষের শিকারও হয়েছেন। এবার ফের দল বিস্ফোরক তথাগত। টুইটারে লিখলেন, “দলের মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে।”

মঙ্গলবার সকালে একটি টুইট করেন তথাগত রায় (Tathagata Roy)। কৈলাস বিজয়বর্গীয় ও দলকে কটাক্ষ করে সেখানে লেখেন, “সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভাল বোঝ কর, আশীর্বাদ রইল।” কেন টুইটে বিদায় নিচ্ছি লিখলেন তথাগত, তা এখনও স্পষ্ট নয়। তবে তথাগত রায়ের দল প্রসঙ্গে এই উক্তিতে অস্বস্তিতে বিজেপি।

এই প্রথম নয়, এর আগেও দলের বিরুদ্ধে বারবার প্রকাশ্যেই সরব হয়েছেন তথাগত রায়। দলের নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কখনও আবার অভিযোগ করেছেন টাকার বিনিময়ে বহু তারকাকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়ে সমালোচনার ঝড় বয়েছে। কিন্তু কখনই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। বরং বারবার দাবি করেছেন, তাঁর পরামর্শ না মানলে দলকে টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen