মহিলাকে নোংরা ভাষায় আক্রমণ তথাগত রায়ের
টুইটারে এক জনৈক মহিলা এক মিমে তথাগতবাবুকে ট্যাগ করেন। আর তাতেই মেজাজ হারান বিজেপি নেতা।
December 14, 2020
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আবার প্রকাশ্যে মহিলাকে অপমান করলেন উচ্চস্তরের বিজেপি নেতা। এক মহিলাকে টুইটারে দেহোপজীবী বললেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও রাজ্য বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। টুইটারে এক জনৈক মহিলা এক মিমে তথাগতবাবুকে ট্যাগ করেন। আর তাতেই মেজাজ হারান বিজেপি নেতা।
মেজাজের ভারসাম্য রাখতে না পেরে সেই মহিলাকে দেহোপজীবী বলে বসেন। আর তার পরেই সোরগোল পড়ে যায় নেটপাড়ায়। নেটিজেনদের বিষ নজরে পড়েন বিজেপির প্রবীণ এই নেতা।
যারা নিজেদের সামান্যতম আঁতে ঘা লাগলেই মহিলাদের সম্মান করতে ভুলে যান, তাদের হাতে রাজ্যের মহিলারা কতোটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।