ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে না ও, রীতেশকে সমর্থন সুকান্তদের উল্টোপথে তথাগত?

বিজেপির ২ শিবিরের পোস্টার নিয়ে লড়াইয়ে আশঙ্কিত প্রবীণ এই নেতা।

January 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দলের শো-কজের পর বিজেপি নেতা রীতেশ তিওয়ারির পাশে দাঁড়ালেন তথাগত রায়। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতেশকে শো-কজ করার বিরোধিতা করেন তিনি। মনে করা, দলের খারাপ সময়ের সঙ্গী রীতেশ।

এদিন তথাগতবাবু বলেন, ‘রীতেশ বহু পুরনো কর্মী। রীতেশ যখন থেকে পার্টি করে তখন কলকাতায় দলে হাতে গোনা লোক ছিল। ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে না ও।’ তথাগতবাবুর দাবি, কেন রীতেশকে শো কজ করা হয়েছে তার বিস্তারিত কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

তবে বিজেপির ২ শিবিরের পোস্টার নিয়ে লড়াইয়ে আশঙ্কিত প্রবীণ এই নেতা। তিনি বলেন, ‘পক্ষে বা বিপক্ষে পোস্টার টাঙানো বিজেপির সংস্কৃতি নয়। এতে দলের ভালো হবে না।’

দলবিরোধী মন্তব্যের জন্য রবিবার দলের পুরনো নেতা রীতেশ তিওয়ারিকে শো-কজ করে বিজেপির রাজ্য নেতৃত্ব। তাতে কোন মন্তব্যের জন্য তাঁকে শো-কজ করা হয়েছে তার কোনও উল্লেখ নেই। উল্লেখ নেই শো-কজের উত্তর দেওয়ার সময়সীমাও। তবে সোমবার এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘যত দ্রুত সম্ভব জবাব প্রত্যাশা করছেন তাঁরা।’ যদিও রীতেশের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সময় নিয়ে জবাব দেবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen