১০ জুন স্কুল না খোলার পরামর্শ শিক্ষকদের

১০ জুন কলেজ-বিশ্ববিদ্যালয় খুললেও এখনই স্কুল না খোলার ব্যাপারেই সওয়াল করছে শিক্ষকমহল। ১০ জুন স্কুলগুলি খুলে দিলে রাজ্যের কমবেশী এক কোটি ছাত্রছাত্রী বিপদের মুখে পড়বে বলেই মনে করছেন শিক্ষকরা।

May 13, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

১০ জুন কলেজ-বিশ্ববিদ্যালয় খুললেও এখনই স্কুল না খোলার ব্যাপারেই সওয়াল করছে শিক্ষকমহল। ১০ জুন স্কুলগুলি খুলে দিলে রাজ্যের কমবেশী এক কোটি ছাত্রছাত্রী বিপদের মুখে পড়বে বলেই মনে করছেন শিক্ষকরা।

লকডাউন উঠলেও বজায় থাকবে সামাজিক দূরত্ববিধি। কিন্তু একটি স্কুলে তা মেনে চলা কোনওভাবেই সম্ভব নয় বলে দাবি কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস-এর সম্পাদক সৌদীপ্ত দাসের।

১০ জুন স্কুল না খোলার পরামর্শ শিক্ষকদের

তিনি বলেন, মোটামুটি ২০ ফুট বাই ১৬ ফুটের ঘরে ১৫-১৬টি বেঞ্চ থাকে। ৬০ জনেরও বেশী ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়। কারণ, ধরেই নেওয়া হয় উপস্থিতির হার বড়জোর ৭০ শতাংশ থাকবে। কিন্তু তাতেও ছাত্রছাত্রীদের মধ্যে তিন ফুট দূরত্ব মেনে চলা সম্ভব নয়। উপস্থিতির হার তার চেয়ে বেশী হলে কয়েক ইঞ্চি দূরত্বও থাকবে না। তাছাড়া, স্কুল স্যানিটাইজ করা আর অফিস-কাছারি স্যানিটাইজ করার মধ্যে পার্থক্য রয়েছে। স্কুলের ক্ষেত্রে অনেক বেশী সতর্ক থাকতে হবে।

এদিকে, বহু স্কুলে সাফাইকর্মীই নেই। কোনও কোনও স্কুল নিজেদের তহবিল থেকে চুক্তির ভিত্তিতে অর্থ দিয়ে সাফাইকর্মী আনে। প্রাথমিক স্কুলগুলিতে তো সেই অর্থে সাফাইকর্মী পদই নেই। তাই স্যানিটাইজেশন একটা মাথাব্যথার কারণ হবে। অন্যান্য পরিচ্ছন্নতা বিধিও কঠোরভাবে মেনে চলা বেশ কঠিন। প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক নবকুমার কর্মকার বলেন, মনে হয় না ১০ জুন স্কুলগুলি খোলা সম্ভব হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা অন্য। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা তথা পেশাদারি কেরিয়ারের পুরোটাই পরীক্ষা ও ফল প্রকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। স্কুলের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই। তাই এ ব্যাপারে তাড়াহুড়োরও প্রয়োজন নেই। স্কুলের ছাত্রছাত্রীরা অনেকটাই ছোট। তাই তাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen