INDvsSA T20: ভারতীয় বোলারদের দাপট, দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে হারাল টিম ইন্ডিয়া

December 9, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: আজ কটকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর একদিনের সিরিজ দারুণ ভাবে জিতে নেয় ভারত। দেখা যাক কারা বাজিমাত করে টি-টোয়েন্টি সিরিজ- বাভুমার ছেলেরা নাকি সূর্য কুমারের ছেলেরা! রইল প্রতি মুহূর্তের আপডেট।

LIVE UPDATE

২২:১০: ৭৪ রানে সব উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা, পরাজয় ১০১ রানে।

২২:০৩: নবম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার

২১:৫০: আর্শদ্বীপ, অক্ষর, বুমরাহ ও বরুণের বোলিংয়ের দাপটে ৮ উইকেট দ্রুত হারাল দক্ষিণ আফ্রিকা

২১:২৯: আর্শদ্বীপ ও অক্ষরের বোলিংয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা, ৬ ওভারে ৪৫/৩

২১:০৯: ২.৩ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৬/১

২১:০০: দ্বিতীয় বলেই আউট ডি কক, দক্ষিণ আফ্রিকা ০/১

২০:৪৩: ২০ ওভারে ভারত ১৭৫/৬, পান্ডিয়া ৫৯*, জিতেশ ১০*

২০:৩৯: ৫০ রান করলেন হার্দিক পান্ডিয়া

২০:৩৭: ১৯ ওভারে ভারতের স্কোর ১৬৩/৬, পান্ডিয়া ৪৮*, জিতেশ ৯*

২০:৩৪: ১১ রান করে আউট শিবম

২০:২০: ১৫ ওভারে ভারত ১২১/৫, হার্দিক ২৬*, শিবম ১*

২০:১৫: ২৩ রানে আউট অক্ষর প্যাটেল, ভারত ১০৪/৫

২০:১০: ১৩.৪ ওভারে ভারত ৯৮/৪

২০:০০: ২৬ রানে আউট তিলক ভার্মা, ভারত ৭৮/৪

১৯:৫৮: ১১ ওভারে ভারতের স্কোর ৭৬/৩

১৯:৫০: ৯.৩ ওভারে ভারত ৬৯/৩

১৯:৩৫: ১৭ রান করে আউট অভিষেক, ভারত ৪৮/৩

১৯:১৭: দুই উইকেট হারিয়ে চাপে ভারত

১৮:৪৫: টসে জিতে ফিল্ডিং নিল দক্ষিণ আফ্রিকা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen