এই প্রথম আর্থিক মন্দার কবলে ভারত, উদ্বেগ রিজার্ভ ব্যাঙ্কের

রিপোর্ট এও জানিয়েছে, করোনা পরিস্থিতিতে (Coronavirus) দেশে ব্যাঙ্কে নগদ জমা করার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে।

November 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম আপাত মন্দা (Technical Recession) দেখা দিয়েছে। ২০২০-’২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে। মাসের হিসাবে এপ্রিল থেকে জুনে।

বৃহস্পতিবার এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ‘নাউকাস্ট’ নামে একটি সমীক্ষা রিপোর্টে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের এই আপাত বা সাময়িক মন্দা নিয়ে একটি সরকারি পরিসংখ্যান প্রকাশিত হবে নভেম্বরের ২৭ তারিখে।

আরবিআই(RBI)-এর সমীক্ষা রিপোর্টে লেখা হয়েছে, ‘‘স্বাধীনতার পর এই প্রথম ভারতে আপাত  মন্দা দেখা দিয়েছে। ২০২০-’২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে। এপ্রিল থেকে জুন, এই সময়ে।’’

পর পর দু’টো বা তিনটে ত্রৈমাসিকে যদি জিডিপি (GDP)পড়ে যায়, তার সঙ্গে বাড়ে বেকারত্ব, চাকরি খোওয়ানোর ঘটনা তা হেল সাধারণ ভাবে তাকেই অর্থনীতিতে মন্দা বলা হয়। আর যদি মনে করা হয়, সেই মন্দা নেহাতই সাময়িক, তার রেশ কাটিয়ে অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরের ত্রৈমাসিকগুলি থেকে, তা হলে সেই মন্দাকে বলা হয় ‘টেকনিক্যাল রিসিশন’ বা আপাত মন্দা। সাময়িক মন্দাও বলা হয়।

ওই রিপোর্ট এও জানিয়েছে, চলতি অর্থবর্ষের পর পর দু’টি ত্রৈমাসিকে দেশের জিডিপি-র হার নিম্নমুখী হয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি কমেছে ৮.৬ শতাংশ। আর গত এপ্রিল থেকে জুনে দেশের অর্থনীতি নিম্নমুখী হয়েছে ২৪ শতাংশ।

তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের অর্থনীতি আবার তেজি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়েছে সমীক্ষায়।

রিপোর্ট এও জানিয়েছে, করোনা পরিস্থিতিতে (Coronavirus) দেশে ব্যাঙ্কে নগদ জমা করার পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। ২০১৯-এর এপ্রিল থেকে জুনে যা দেশের জিডিপি-র ৭.৯ শতাংশ ছিল তা বেড়ে গিয়ে এ বছরের ওই সময়ে হয়েছে ২১.৪ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen