এক নম্বরে তেজস্বীর দল, তবু বিহারে সরকার গড়তে চলেছে এনডিএ
সেই আশা আরো বেড়ে যায় যখন সন্ধ্যে নামার সাথে সাথে এনডিএ (NDA) এবং মহাজোটের আসন সংখ্যার দূরত্ব কমতে থাকে।

শুরুতে আশা জাগিয়েও হল না শেষ রক্ষা। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল তেজস্বী যাদবের (Tejashwi Yadav)।
দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে আশার আলো দেখেছিল সকলে। সেই আশা আরো বেড়ে যায় যখন সন্ধ্যে নামার সাথে সাথে এনডিএ (NDA) এবং মহাজোটের আসন সংখ্যার দূরত্ব কমতে থাকে।
কিন্তু রাত বাড়ার সাথে সাথে ক্ষীণ হয়ে আসে সেই আশা। আর শেষ পর্বের গণনার সাথে সাথেই বিহার ছেয়ে যায় গেরুয়া রঙে। অধরাই রয়ে যায় লালু পুত্রের সিংহাসনে বসার স্বপ্ন। শেষ হাসি হাসলেন নীতীশই (Nitish Kumar)। ১২৫ টি আসনে বিহার বিধানসভা ভোটে (Bihar Assembly Election) এগিয়ে বা জয়ী এনডিএ। ১১০ টি আসনে এগিয়ে বা জয়ী ইউপিএ (UPA) এবং এলজে পি ও অন্যান্যরা পেয়েছে আটটি আসন। আরজেডি পেয়েছে ৭৫টি আসন।
