উষ্ণতা বাড়বে চলতি মাসে, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভবনা রয়েছে
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে

মার্চের প্রথম সপ্তাহ থেকেই উষ্ণতা বাড়বে। ১০–১২ দিন পর তা অনেকটাই বেড়ে যাবে বলে আবহাওয়াবিদদের অনুমান। আগামী সপ্তাহে কলকাতা সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস জানান, ‘ক্রমশ গরম বাড়বে। গরমকালে যেরকম আবহাওয়া থাকার সেরকমই থাকবে। এখন আবহাওয়া শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।’ আবহাওয়াবিদদের মতে, এখন প্রতিদিনই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়েসের মধ্যে থাকবে। আবহাওয়াবিদদের ইঙ্গিত থেকেই স্পষ্ট, আগামী দিনে অসহ্য গরমের দিকে যাচ্ছে এই রাজ্য। বৃষ্টির সম্ভাবনার কথা বলতে গিয়ে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে। সেইমতো কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টি হতে পারে।
এদিকে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও দক্ষিণ ভারতের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝাও সক্রিয় হচ্ছে। রাজস্থানের ওপর থেকে পাকিস্তানের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কাশ্মীর ও হিমাচল প্রদেশের উপর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।