শাক্সগাম উপত্যকায় চীনের নির্মাণ ঘিরে উত্তেজনা! গালওয়ানের পর কি ফের ভারত-চীন সংঘাত?

January 13, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: চীনের নতুন আগ্রাসনে সংঘাতের মেঘ ফের ভারত-চীন সীমান্তে। লাদাখ সীমান্তের সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে ভারত-চীন (India-China) উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে শাক্সগাম উপত্যকা (Shaksgam valley)। পূর্ব কারাকোরাম ও সিয়াচেন হিমবাহের নিকটবর্তী এই অঞ্চলে চীনের পরিকাঠামো নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে।

সূত্রের খবর, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরির অজুহাতে চীন শাক্সগাম উপত্যকায় ১০ মিটার চওড়া এবং ৭৫ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরি করেছে। উল্লেখ্য, ১৯৬৩ সালে পাকিস্তান অবৈধভাবে অধিকৃত কাশ্মীরের প্রায় ৫,১৮০ বর্গ কিলোমিটারের এই এলাকাটি চীনকে (China) ‘উপহার’ দিয়েছিল। ভারতের আপত্তি সত্ত্বেও সেই এলাকাতেই এবার সামরিক সক্রিয়তা বাড়াচ্ছে বেইজিং (Beijing)।

ভারতের বিদেশ মন্ত্রক এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, শাক্সগাম উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। ১৯৬৩ সালের তথাকথিত সীমান্ত চুক্তিকে ভারত কখনোই স্বীকৃতি দেয়নি। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থরক্ষায় ভারত ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার অধিকার রাখে। অন্যদিকে, চীন একে সাধারণ নির্মাণ কাজ বলে লঘু করার চেষ্টা করলেও নয়াদিল্লি পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।

২০২০ সালে গালওয়ানে চীনা অনুপ্রবেশ ও রক্তক্ষয়ী সংঘর্ষের স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই শাক্সগামে চীনের এই নতুন আগ্রাসন কি ফের দুই রাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেবে? আন্তর্জাতিক মহলে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen