বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদের অ্যানেক্স ভবনে শুরু হল সর্বদল বৈঠক
বিদেশমন্ত্রী আজ সংসদে বাংলাদেশ নিয়ে বিশেষ বিবৃতি পাঠ করতে পারেন বলে খবর।
August 6, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদের অ্যানেক্স ভবনে শুরু হল সর্বদল বৈঠক। বিদেশমন্ত্রী এস জয়শংকরের নেতৃত্বে ওই বৈঠকে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কিরেণ রিজিজু। কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত রয়েছেন। বিদেশমন্ত্রী আজ সংসদে বাংলাদেশ নিয়ে বিশেষ বিবৃতি পাঠ করতে পারেন বলে খবর।
বাংলাদেশ নিয়ে ভারত সরকারের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবে তৃণমূল ও বাংলার সরকার। সর্বদল বৈঠকের পর জানালেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।