স্কুলে শৃঙ্খলা ফেরাতে কড়া পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের,প্রাইভেট টিউশনে ‘না’, ক্লাসে স্মার্টফোনে নিষেধাজ্ঞা

January 6, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৫০: মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি হওয়া এক নতুন নির্দেশিকা ঘিরে শিক্ষা মহলে শুরু হয়েছে জোর চর্চা। স্কুলের শৃঙ্খলা, পঠনপাঠনের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধ আরও মজবুত করতেই এই কড়া নিয়মাবলি কার্যকর করার পথে হাঁটল পর্ষদ। নয়া নির্দেশ অনুযায়ী, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কোনও শিক্ষক বা শিক্ষিকা আর প্রাইভেট টিউশন নিতে পারবেন না। পাশাপাশি, ক্লাস চলাকালীন স্মার্টফোন ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্ষদের স্পষ্ট বার্তা—শ্রেণিকক্ষে পড়াশোনায় ব্যাঘাত ঘটে, এমন কোনও কাজই বরদাস্ত করা হবে না।

বিজ্ঞপ্তিতে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে উপস্থিতির সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা ৪০ মিনিটে প্রার্থনাসভায় হাজিরা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে। আর ১১টা ১৫ মিনিটের পর স্কুলে পৌঁছলে সেদিন অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হবে। একইভাবে বিকেল সাড়ে চারটার আগে কোনও শিক্ষক-শিক্ষিকার স্কুল ত্যাগ করার অনুমতি নেই।

এছাড়াও, স্কুল চত্বরকে সম্পূর্ণ তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার দায়িত্ব প্রধান শিক্ষকের উপর বর্তেছে। রাজ্য সরকারের বিভিন্ন শিক্ষা ও কল্যাণমূলক প্রকল্প ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, তা নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকাদের নোডাল টিচার হিসেবেও কাজ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক) ঋতব্রত চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত এই নির্দেশিকা আগামী দিনে স্কুলশিক্ষার কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen