প্রথা মেনে Raj Bhavan-র চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী, হাসিমুখে স্বাগত জানালেন রাজ্যপাল

প্রথা অনুযায়ী, স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে রাজভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠান হয়, যা মূলত সৌজন্যমূলক। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

August 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০৫ : স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের প্রথাগত চা চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেল ৫টার দিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে সঙ্গে নিয়ে তিনি রাজভবনে পৌঁছন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী উষা উত্থুপও। রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তাঁর স্ত্রী করজোড়ে তাঁদের স্বাগত জানান।

রাজ্যপালের আমন্ত্রণে এদিন রাজভবনে আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সৌজন্য বিনিময় হয়। প্রতি বছরের মতো এ বছরও রাজভবনের চা চক্রে আয়োজন ছিল ছোটখাটো সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলার।

প্রথা অনুযায়ী, স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে রাজভবনে ‘অ্যাট হোম’ অনুষ্ঠান হয়, যা মূলত সৌজন্যমূলক। রাজনৈতিক নেতাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।

তবে অতীতে নবান্ন ও রাজভবনের সম্পর্ক নিয়ে একাধিকবার টানাপোড়েনের ঘটনা ঘটেছে। জগদীপ ধনকড়ের আমলে এবং গত বছর সিভি আনন্দ বোসের সময়ও স্বাধীনতা দিবসের বিকেলের অনুষ্ঠানে অস্বস্তি তৈরি হয়েছিল। গত বছর পুলিশ ব্যান্ডকে রাজভবনে ঢুকতে না দেওয়ায় ক্ষোভে চা চক্রে যোগ না দিয়েই চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এবার অবশ্য তেমন কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি। রাজ্যপাল হাসিমুখে মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের স্বাগত জানান এবং রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যের ছবি ফুটে ওঠে রাজভবনের প্রাঙ্গণে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen