রবিবার মিলেছে ছাড়পত্র, শীঘ্রই চালু হচ্ছে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ মেট্রো রুট?

বউবাজারের ফাঁড়া কাটিয়ে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে শীঘ্রই চালু হতে চলেছে মেট্রো।

April 28, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বউবাজারের ফাঁড়া কাটিয়ে এসপ্ল‍্যানেড-শিয়ালদহ রুটে শীঘ্রই চালু হতে চলেছে মেট্রো। রবিবার ছাড়পত্র দিয়েছে রেলওয়ে সুরক্ষা কমিশন। বিবৃতি দিয়ে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। গ্রিন লাইনের ওই অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে রবিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল কলকাতায় এসেছিলেন।

মেট্রো লাইন, সুড়ঙ্গ, আপৎকালীন ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখে ছাড়পত্র দেন তিনি। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)-র ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ অন্য আধিকারিকেরাও পরিদর্শনে গিয়েছিলেন। সব ঠিক থাকলে শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে পরিষেবা চালু করা হবে। তার পর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথে মেট্রো চালানোর উদ্যোগ নেওয়া হবে।

এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গপথে মেট্রো চালু হলেই একেবারে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে। এই অংশের কাজ বহু দিন ধরে আটকে ছিল। পূর্বমুখী অর্থাৎ শিয়ালদহমুখী সুড়ঙ্গের সম্পূর্ণ হয়েছিল আগেই। পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপদ হয় বৌবাজারের কাছে। ২০২২ সালে ফের খননের সময় ওই অংশে জল ঢুকে পড়ায় কাজ বন্ধ করতে হয়। গত জানুয়ারিতে কাজ শেষ হয়। পরীক্ষামূলকভাবে ট্রায়াল রান হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen