‘কমিশন BJP-র আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে’, SIR ইস্যুতে ফের তোপ মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: আবারও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার অভিযোগ, বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে কমিশন। এই ঘটনাকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর থেকে ফেরার পথে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে SIR নিয়ে ফের সরব হন তৃণমূল নেত্রী। সেখানেই ফের চলতি SIR নিয়ে সুর চড়ান মমতা। মমতা বলেন, “ভুলভাল (SIR-র প্রেক্ষিতে) করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ করেছে। এগুলো অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক।”
চলতি SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে জানুয়ারি মাসের শুরুতেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে তৃতীয়বার চিঠি দিলেন তিনি। সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী জানান, SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। প্রয়োজনে সাধারণ মানুষের হয়ে তিনিও সওয়াল করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল (মঙ্গলবার) কোর্ট খুলবে। আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হেনস্থা করছে, তার বিরুদ্ধে আদালতে যাব।’’ তিনি আরও বলেন, “প্রয়োজন পড়লে নিজেও অনুমতি চাইব। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব। মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু আইনজীবী হয়ে যাব না। সাধারণ নাগরিক হিসাবে যাব। আমি আমার কথা বলতেই পারি। কথা বলার অনুমতি নেব। চোখে আঙুল দিয়ে দেখাব, তৃণমূল স্তরে কী চলছে, কী ভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে।’’ উল্লেখ্য, ইতিমধ্যেই সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলার আবেদনকারী হিসাবে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সাংসদ দোলা সেনের নাম রয়েছে।