BLO-দের নিরাপত্তার দায়িত্ব কমিশনেরও, ECI-কে কর্তব্য মনে করালো শীর্ষ আদালত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৮: মঙ্গলবার দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে বাংলার SIR সংক্রান্ত মামলার শুনানি হয়। গত ২৬ নভেম্বর এই মামলার শুনানি হয়েছিল। ওই দিন রাজ্যের SIR সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট।
আজ শুনানিতে কেন্দ্র ও কমিশনের দায়িত্ব মনে করালেন প্রধান বিচারপতি।
BLO-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি ওঠে সুপ্রিম কোর্টে। দীর্ঘ সওয়াল-জবাবের পর নির্বাচন কমিশনকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার সহ মামলার সবপক্ষকে নোটিশ পাঠিয়েছে। BLO-দের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কী মতামত, তা জানতে চাওয়া হয়েছে।
কমিশনের আইনজীবীর দাবি, বাংলায় BLO-দের ভয় দেখানো হচ্ছে। SIR-র কাজে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি জয়মাল্য বাগচীর প্রশ্ন, কমিশনের কাছে BLO-দের হুমকি পাওয়ার মাত্র একটি অভিযোগ এসেছে। একটিই এফআইআর হয়েছে। আর কোনও ঘটনা আছে? কমিশনের যুক্তি, BLO-দের নিরাপত্তা দেওয়ার দায় রাজ্যের। কারণ, পুলিশ রাজ্যের অধীনে রয়েছে।
সনাতনী সংসদের তরফে আইনজীবী ভিভি গিরি সুপ্রিম কোর্টে বলেন, বাংলায় হিংসার ইতিহাস রয়েছে। BLO-দের হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলিকে হুমকি দিচ্ছে। BLO-দের রক্ষা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁদের সুরক্ষার ব্যবস্থা করা হোক। বিচারপতিদের প্রশ্ন, ‘‘কী বলতে চাইছেন? বাংলায় অবস্থা এতই খারাপ যে; আমাদের আলাদা করে নির্দেশ দিতে হবে? নাকি সব রাজ্যের জন্যই এটা করতে হবে? সেটা হলে সব রাজ্যের পুলিশকে কমিশনের আওতায় দিয়ে দিতে হয়। কিন্তু সেটার জন্য আগে আপনাদের নিজেদের দাবি প্রমাণ করতে হবে। তারপর আমরা কমিশনের মতামত জানতে চাইতে পারি।”
নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেন, রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে। BLO-দের ঘেরাও করা হচ্ছে। কলকাতায় সিইও অফিস ঘেরাও করেছিল BLO-দের একাংশ। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমরা প্রত্যেক BLO-র সুরক্ষা নিয়ে চিন্তিত। তাঁরা এখন আপনাদের কর্মী। তাঁদের রক্ষার দায়িত্ব আপনাদের। আপনারা কী করছেন? আমাদের কাছে তো আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যম বলেছিলেন যে বিএলও-দের উপর এত চাপ, সেই কারণে তাঁরা কমিশনের দপ্তর ঘেরাও করেছেন।” কমিশনের আইনজীবীর পালটা দাবি, ‘‘আমরা রাজ্য পুলিশকে আমাদের অধীনে নিয়ে নিতে পারি বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারি।” বিচারপতি বাগচি জানান, ‘‘নির্বাচনের সময় সম্ভব। নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত পুলিশ কমিশনের অধীনে আসে না।” বিচারপতি বাগচীর প্রশ্ন, ‘‘অন্য রাজ্যগুলিতে কী পরিস্থিতি? শুধু কি পশ্চিমবঙ্গেই বিএলও-রা হুমকির মুখে পড়ছেন? না কি অন্য রাজ্যেও একই সমস্যা হচ্ছে?”
এরপরই প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, BLO-দের নিরাপত্তার বিষয়টি দেখার কাজ কমিশন এবং কেন্দ্রীয় সরকারের। কমিশন জানায়, BLO-দের নিরাপত্তা দিতে রাজ্যকে সাহায্য করতে হবে। তারা সহযোগিতা না করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে।