ভূমিকম্প অনুভূত হল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়

ভূমিকম্প অনুভূত হল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়ও

August 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সন্ধেয় ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ে ভারত-বাংলাদেশের সীমাবন্তবর্তী এলাকা। ভূমিকম্প অনুভূত হল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়ও। ভারত, বাংলাদেশ ছাড়াও এই কম্পন অনুভূত হয় মায়ানমার, ভূটানের বহু জায়গায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

জানা গিয়েছে, অসমের করিমগঞ্জ জেলা থেকে ১৮ কিলোমিটার উত্তর–পশ্চিমে এই ভূমিকম্পের উৎপত্তি। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাটের চার কিলোমিটার দূরে ভারত সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen