অত্যাবশ্যকীয় পণ্যের উপর বাড়তে চলেছে জিএসটি! বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

দাম বাড়তে পারে ভোজ্য তেল, মশলা, চা, কফি, চিনি, কয়লা, ভারতীয় মিষ্টির

March 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দাম বাড়তে পারে ভোজ্য তেল, মশলা, চা, কফি, চিনি, কয়লা, ভারতীয় মিষ্টির।

দাম বাড়তে পারে জীবন রক্ষাকারী ওষুধ (যেমন ইনসুলিন), বরফ, হাঁটার লাঠি, ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিভিন্ন জিনিসপত্র (যেমন ব্রেইল পেপার, ব্রেইল ঘড়ি, শ্রবণ যন্ত্র) বা হুইলচেয়ারের যন্ত্রাংশের।

দাম বাড়তে পারে ফ্লাই অ্যাশ ব্লক, বায়োগ্যাস, ধূপ কাঠি, ঘুড়ি, প্রাকৃতিক কর্ক, ভাঙা মার্বেল, কাজুবাদাম, ম্যাটিং, কয়ার ম্যাট এবং মেঝের আচ্ছাদনের। 

দাম বাড়তে পারে চাক্কি আটা, ফার্স্ট ডে রাজস্ব স্ট্যাম্প, স্ট্যাম্প পোস্টমার্ক কভারেরও। পাশাপাশি খরচ বাড়তে পারে প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপনের।

খরচ বাড়তে পারে এসি যানবাহন এবং রেডিও ট্যাক্সিতে পরিবহণ পরিষেবার। তাছাড়া বিমান যাত্রা, অন্যদেশ থেকে আমদানি করা আরও কিছু পণ্যের দাম বাড়তে পারে করের স্ল্যাব পরিবর্তনের জেরে।

পাতার তৈরি থালা, গ্লাস প্লেট, হীরের কাজ, শুকনো হলুদ, ধাতু, সংরক্ষিত সবজি, ফসফরিক অ্যাসিড, হাতে তৈরি কার্পেট, ইথানোল, মেরিন ইঞ্জিন, ই-বুকেরও দাম বাড়তে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen