গত বছরের তুলনায় এবারের বর্ষায় শহরে কমল ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা

গত বছর আগস্টের প্রথম সপ্তাহে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যা ছিল, এ বছর তুলনায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২০২ জন কম

August 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১২: বর্ষা মানেই মশা, মাছি বাহিত রোগের দাপট। কিন্তু গত বছরের তুলনায় এবার ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। গত বছর আগস্টের প্রথম সপ্তাহে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা যা ছিল, এ বছর তুলনায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২০২ জন কম। এহেন পরিসংখ্যান কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের জন্য স্বস্তিদায়ক।

ধারাবাহিকভাবে কাজ করেই এই সাফল্য এসেছে। ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিছু অঞ্চলকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে পুরসভা। ‘স্পর্শকাতর’ এলাকাগুলো শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। শহরের ১১টি ওয়ার্ড, যেখানে ম্যালেরিয়ার প্রকোপ বেশি সেগুলির প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। চলতি বছর মশাবাহিত রোগের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে, এমনই দাবি করছেন পুরসভার স্বাস্থ্যকর্তারা। চলতি বছর ১০ আগস্ট পর্যন্ত শহরে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১,১৫৬ জন। গত বছর এই সময়ে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১,৩৫৮। ২০২৩ সালে এই সময়কালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৮৮। ২০২৩ সালের নিরিখে চলতি বছর শহরে ম্যালেরিয়া সংক্রমণ প্রায় ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।

পুরসভার স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, সেপ্টেম্বর-অক্টোবর মাস পর্যন্ত বর্ষা চলবে। নজরদারিতে ঢিলে দিতে নারাজ তারা। ভেক্টর কন্ট্রোলের যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাওয়া হবে। ২০২৩ সালে শহরে ম্যালেরিয়ার প্রকোপ মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। সে অবস্থার উন্নতি হয়েছে। শহরবাসীর সচেতন ভূমিকাতেই এই সাফল্যের এসেছে বলে মত পুরকর্তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen