২৬শে বাংলার জনতাই বিজেপির দ্বিচারিতার যোগ্য জবাব দেবে, শাহকে হুঁশিয়ারি তৃণমূলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৪৫: বাংলার মানুষ বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছেন। এসআইআর (SIR) ইস্যুতে কেন্দ্রের চাপিয়ে দেওয়া প্রক্রিয়াকে ‘বাংলা দখলের নতুন চক্রান্ত’ আখ্যা দিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস (TMC)। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাংলা-সম্পর্কিত বক্তব্যের পর তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপি এই ‘বাংলা-বিরোধিতার’ যোগ্য জবাব পাবে হাতেনাতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যে এসআইআর (SIR) প্রক্রিয়ার অসম্ভব সময়সীমা ও তার নেতিবাচক প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং নির্বাচন কমিশনকে (Election Commission Of India) চিঠি লিখেছেন। তারই পরিপ্রেক্ষিতে অমিত শাহ (Amit Shah) যখন ‘অনুপ্রবেশকারীদের পক্ষ নিলে দেশের মানুষ সমর্থন করবে না’ বলে তোপ দেগেছেন, তখনই তৃণমূলের তরফে কড়া প্রত্যুত্তর এসেছে।
https://x.com/MamataOfficial/status/1991711174526922987?t=auwAnitu0cNbBBggNSc61g&s=19
তৃণমূল মন্ত্রী তথা মুখপাত্র শশী পাঁজা (Shashi Panja) বলেন, “এখনও পর্যন্ত এসআইআর-চক্রান্তের জেরে রাজ্যে ৩১ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিএলওরা অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ মৃত্যুবরণ করছেন। এর মধ্যেও অমিত শাহ বাংলা নিয়ে কথা বলেন কোন মুখে? এত কম সময়ে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা কার্যত অসম্ভব। এটা স্রেফ বাংলাকে অস্থির করার চক্রান্ত।”
https://x.com/AITCofficial/status/1991792592061931832?t=agv3czALWGhEful0F5NJpQ&s=19
দলের সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) আরও কঠোর সুরে বলেন, “অমিত শাহ নিজেই একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। পহেলগাঁও, দিল্লি, পুলওয়ামা- প্রতিটি ক্ষেত্রে দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। সীমান্তে বিএসএফ আপনাদেরই নিয়ন্ত্রণে, তাহলে অনুপ্রবেশকারী কে ঢোকাচ্ছে? জবাব দিন, নইলে পদত্যাগ করুন। দেশের সুরক্ষা ছেড়ে শুধু বিরোধী-শাসিত রাজ্যের সরকার ফেলার চেষ্টা করছেন।”
https://x.com/AITCofficial/status/1991798318473920896?t=_CZJW1FsdHqPyD4ogvF3Iw&s=19
তৃণমূলের আরেক মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) বলেন, “চোরের মায়ের বড় গলা- অমিত শাহের বক্তব্যেই তা প্রমাণিত। যে দলের পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক, সাংসদ এমনকী প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযোগ উঠেছে, সেই দলই আজ বাংলাকে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলছে? বিজেপির এই দ্বিচারিতা বাংলার মানুষ দেখে ফেলেছেন। ২০২৬-এ এর হাতেনাতে শাস্তি দেবেন তাঁরা।”
https://x.com/AITCofficial/status/1991820134722556312?t=JPwm8KTz8YelRz34Kp_5Rg&s=19
তৃণমূল সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যে এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য একটাই- বাংলাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, ২০২৬-এ জনতাই বিজেপিকে তার যোগ্য জবাব দেবে।