সাতের বিরতি কাটিয়ে প্রত্যাবর্তন নীল-মধুমিতা জুটির, ফের জমবে সিরিয়াল?

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:৩০: দীর্ঘ সাত বছর পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার। অন্যদিকে সাত মাসের বিরতি শেষে ফিরছেন অভিনেতা নীল ভট্টাচার্য। তাই তাঁদের এই নতুন জুটিকে নিয়ে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। বলাই যায়, সংখ্যার খেলায় ‘সাতে সাত’ যেন একেবারে মিলে গিয়েছে।

কী কারণে প্রত্যাবর্তন? এ প্রসঙ্গে মধুমিতার সাফ কথা, “ধারাবাহিকে কাজ করার বড় সুবিধা হল অভিনয়ের চর্চাটা বজায় থাকে। তাই ফেরার সিদ্ধান্ত নিলাম।” শুধু তাই নয়, এই ধারাবাহিকেই প্রথমবার র‌্যাপ গাইতে শোনা যাবে তাঁকে। সে প্রসঙ্গে মধুমিতা মজার ছলেই বললেন, “র‌্যাপ মুখস্থ করতে গিয়ে আমার চোয়াল ব্যথা হয়ে গিয়েছে। আমি তো খুব বেশি সুরেলা নই। কী হবে কে জানে!”

অন্যদিকে, মুম্বইয়ে দীর্ঘদিন অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর পর্দায় ফিরছেন নীল। তাঁর কথায়, “প্রত্যেক জুটি তাদের নিজস্ব ভাগ্য নিয়ে আসে। তাই পুরনো জুটিদের টেক্কা দেওয়ার প্রশ্নই নেই। আশা করি, দর্শক আমাদের গ্রহণ করবেন।” এর আগে নীল-তিয়াসা ও নীল-সৈরিতির জুটি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। নতুন এই জুটি দর্শককেও কতটা আকর্ষণ করবে, সেটাই এখন দেখার বিষয়।

ধারাবাহিকটির কলম ধরেছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। তিনি প্রতিবারের মতোই এবারও সামাজিক বার্তা রাখতে চাইছেন গল্পে। সেই গল্পের চরিত্র ‘ঝিল’ ও ‘শাক্য’র চেনা কাহিনি হলেও তাতে থাকবে নতুনত্বের ছোঁয়া। লেখিকার কথায়, “একটাই প্রার্থনা, ভোলে বাবা আমাদের পার করে দিক। এবারও এটাই চাই।” মধুমিতা-নীলের এই নতুন যাত্রা ছোটপর্দায় দর্শক কতটা সাদরে গ্রহণ করেন, সেটাই এখন দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen