ভক্তদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ! বোল্লা মন্দিরে রক্ষাকালীর রূপার মুখমণ্ডল স্থাপন করা হলো
প্রায় দেড় ফুট উচ্চতা বিশিষ্ট ও সাড়ে তিন কেজি চাঁদিতে নির্মিত এই মুখমণ্ডল তৈরিতে ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ টাকা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের রাস উৎসবের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা গ্রাম পঞ্চায়েতের বোল্লা রক্ষা কালী পুজো শুরু হয়। বোল্লা গ্রামের নাম অনুসারেই মায়ের নামকরণ। এবার সারা বছর ভক্তরা যাতে মায়ের মুখ দর্শন করতে পারেন, সেই লক্ষ্যে মন্দির কমিটির উদ্যোগে রূপার তৈরি রক্ষাকালীর মুখমণ্ডল স্থাপন করা হলো। রবিবার বিশেষ পূজা ও মহাযজ্ঞের মধ্য দিয়ে মুখমণ্ডল প্রতিষ্ঠা সম্পন্ন হয়। প্রায় দেড় ফুট উচ্চতা বিশিষ্ট ও সাড়ে তিন কেজি চাঁদিতে নির্মিত এই মুখমণ্ডল তৈরিতে ব্যয় হয়েছে প্রায় চার লক্ষ টাকা।
এতদিন রাস পূর্ণিমার পরের শুক্রবার বাৎসরিক পুজোর সময় ছাড়া মা রক্ষাকালীর মুখ দর্শন করা যেত না। বাকি সময় ভক্তরা শুধুমাত্র শিলামূর্তিতেই পূজা দিতেন। এবার থেকে সারা বছর ধরে, বিশেষত প্রতি শুক্রবার ভক্তরা মায়ের মুখমণ্ডল দর্শন করতে পারবেন। তবে বাৎসরিক প্রতিমা নির্মাণের সময় রূপার মুখমণ্ডল সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে।