ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

২০২২ সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে রাজ্যএ সরকার।

December 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েতগুলির মানোন্নয়ন এবং যথাযথভাবে অর্থ খরচে পরিকল্পনা তৈরির জন্য ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ নবান্ন সূত্রে জানা গিয়েছে, কী ধরনের কাজ করলে পঞ্চায়েতগুলির আর্থিক ও পরিকাঠামোগত উন্নয়ন হবে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারি অর্থ কী ভাবে ব্যবহৃত হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা করবে এই কমিশন।

১ এপ্রিল ২০২৫ থেকে এই কমিটি শুরু করবে কাজ। এবং কাজ শুরুর পাঁচ মাসের মধ্যে রাজ্যপালকে রিপোর্ট জমা দেওয়া হবে কমিটির পক্ষ থেকে। প্রাক্তন মুখ্যসচিব ছারাও এই কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন আইএএস বর্ণালী বসু, প্রাক্তন ডব্লউবিসিএস আশিস চক্রবর্তী, ব্যাঙ্ক কর্তা রুমা মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইএএস অজয় ভট্টাচার্য। এর আগে ২০২২ সালের মে মাসে পঞ্চম অর্থ কমিশন গঠন করে রাজ্যএ সরকার। সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen