মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য জেলাস্তরে কমিটি গঠন করার নির্দেশ দিল রাজ্য

হাতে আর এক মাস-ও সময় নেই।

January 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
মাধ্যমিক পরীক্ষা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হাতে আর এক মাস-ও সময় নেই। আগামী মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা দেবেন রাজ্যের পড়ুয়ারা। তাই এই মুহূর্তে সেই পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য জারি করা হয়েছে একাধিক নতুন নির্দেশিকা।

পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এবার জেলাস্তরে কমিটি গঠন করার নির্দেশ দিল রাজ্য সরকার। এই কমিটিতে থাকছেন প্রত্যেক জেলাভিত্তিক সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ অথবা সংশ্লিষ্ট জেলার পুলিশ কমিশনার। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে পর্যালোচনা করার জন্য রাখা হচ্ছে অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম)।

এছাড়াও কমিটিতে থাকবেন আরও অনেকে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, জেলা ভিত্তিক স্বাস্থ্য আধিকারিকরাও থাকবেন এই কমিটি। রাখা হচ্ছে রিজিয়োন্যাল ট্রান্সপোর্ট অফিসার (আরটিও), রাজ্য বিদ্যুৎ পরিষেবা সুষ্ঠু রাখার জন্য জেলার জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও থাকবেন। এছাড়াও থাকছেন, জেলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরাও। এই কমিটিতে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা মনোনিত ডিস্ট্রিক্ট কনভেনরাও থাকবেন। সমগ্র কমিটি তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তর। প্রসঙ্গত, গত বছর থেকে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য তিন ধরনের কমিটি গঠন করা হয়েছে। সেগুলি হল ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজ়রি কমিটি (ডিএনএসি), ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) এবং ডিস্ট্রিক্ট মনিটারিং টিম (ডিএমটি)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen