ন’লক্ষের পর বাকি তিন লক্ষ উপভোক্তাকেও বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:০০: বর্ষার বৃষ্টি নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পের বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য। এখনও পর্যন্ত ন’লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়েছে রাজ্য। বাকিদের ক্ষেত্রে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য। বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা।
প্রকল্পের নিয়ম অনুযায়ী, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা দেয় রাজ্য। জানা গিয়েছে, ১২ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। ন’লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছে গিয়েছে। বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। যাঁরা এখনও লিনটেল পর্যন্ত নির্মাণ শেষ করতে পারেননি, তাঁদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে। ১২ লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকা জেলায় জেলায় চলে গিয়েছে, তাই লিনটেল পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, দ্রুত কাজ শেষ করতে নজরদারি আরও বাড়ানো কথা ভাবা হচ্ছে। এই প্রকল্প রূপায়ণের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের ০.১৬ শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ সেখানে থেকেই দেওয়া হচ্ছে। এই খাতে বরাদ্দ আরও বাড়ানো হয় কি না, সেদিকেও নজর থাকছে।