স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য প্রতিটি জেলায় ছোট মার্কেট কমপ্লেক্স তৈরি করবে রাজ্য

মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের করাতবেড়িয়ায় হাওড়া জেলা সবলা মেলার উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়।

January 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য প্রতিটি জেলায় একটি করে ছোট মার্কেট কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গোষ্ঠীর সদস্যরা তাঁদের তৈরি সামগ্রী বিক্রি করতে পারবেন। প্রথম পর্যায়ে যে সাতটি জেলায় এমন মার্কেট কমপ্লেক্স হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া। রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, উলুবেড়িয়া মহকুমায়ও এই ধরনের মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে।

মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের করাতবেড়িয়ায় হাওড়া জেলা সবলা মেলার উদ্বোধন করেন মন্ত্রী পুলক রায়। তিনি বলেন, বাংলার প্রতিটি মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে তাঁদের অধিকার প্রতিষ্ঠা করুক, এটাই সরকার চায়। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি জিনিস সবলা মেলায় বিক্রি করা হচ্ছে। আক্ষেপের সুরে মন্ত্রী বলেন, পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হলেও দেখা গিয়েছে, এই কাজে মহিলাদের আগ্রহ অনেকটাই বেশি। তাঁরা খুব সুন্দরভাবে কাজ করছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক পি দীপাপ প্রিয়া, পুর চেয়ারম্যান অভয় দাস, বিধায়ক সুকান্ত পাল প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen