শীতের কলকাতায় আয়োজিত হচ্ছে জোড়া ভিন্টেজ কার র‌্যালি, কবে, কোথায়?

‘দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‌্যালি’ হবে ১৯ জানুয়ারি। এই র‌্যালি ৫৪ বছরে পা দিল।

January 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
কলকাতায় আয়োজিত হচ্ছে জোড়া ভিন্টেজ কার র‌্যালি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতের শহরে প্রাচীন গাড়ি দেখার সুযোগ, যেন ইতিহাসকে ছোঁয়ার হাতছানি। ১২ জানুয়ারি এবং ১৯ জানুয়ারি, শহরের বুকে জোড়া ভিন্টেজ কার র‌্যালি আয়োজিত হচ্ছে। ১২ জানুয়ারি লেক ক্লাবে সকাল নটা থেকে আয়োজিত হবে গাড়ির র‌্যালি। ‘দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র‌্যালি’ হবে ১৯ জানুয়ারি। এই র‌্যালি ৫৪ বছরে পা দিল।

কলকাতায় আয়োজিত হচ্ছে জোড়া ভিন্টেজ কার র‌্যালি

নতুন প্রজন্মের কাছে প্রাচীন গাড়িগুলির ইতিহাস তুলে ধরতে ভিন্টেজ গাড়ির মিউজিয়াম তৈরির দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এ বছর দু’ধরনের গাড়ি র‌্যালিতে অংশ নেবে, ভিন্টেজ ও ক্লাসিক। প্রায় ১৫০টি গাড়ি অংশগ্রহণ করবে। থাকবে পুরোনো দিনের বাইকও। আরসিটিসি গ্রাউন্ড থেকে শুরু হবে র‌্যালি। ভিন্টেজ কারের মধ্যে থাকবে অ্যাডলার, রেনো, অস্টিন প্রভৃতি।

কলকাতায় আয়োজিত হচ্ছে জোড়া ভিন্টেজ কার র‌্যালি
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen