৮২ তম বর্ষে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘‌শুদ্ধি’‌

৮২ বছর ধরে এক্ষেত্রে কলকাতার বাকি পুজোর থেকে আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির পুজো।

September 26, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ কলকাতার হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির পুজো ৮২ বছরে পড়ল। চলতি বছর হাজরা পার্ক দুর্গোৎসবের থিম হল ‘শুদ্ধি’। শিল্পী বিমান সাহার থিম। প্রতিমা গড়ছেন শিল্পী পরিমল পাল। হাজরা পার্ক দুর্গোৎসবের পুজোর সহ সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় জানান, হাজরা পার্কের পুজোর এবারের থিম হল শুদ্ধি। যার মূলে রয়েছে পুজো শুরু হওয়ার ইতিহাস। দলিতদের সমাজে সম্মান অধিকার দেওয়ার জন্য ধর্মযুদ্ধের লড়াই। ৮২ বছর ধরে এক্ষেত্রে কলকাতার বাকি পুজোর থেকে আলাদাভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজরা পার্ক দুর্গোৎসব কমিটির পুজো।

চলছে মণ্ডপসজ্জার কাজ।

কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থায় দলিত কর্মচারীরাই কাজ করেন। সমাজে দলিতদের অবস্থান ছিল নীচে। মন্দিরের পাশাপাশি দুর্গাপুজোর মণ্ডপেও তাঁদের ঢোকার অনুমতি ছিল না। কুমোরটুলি থেকে ঠাকুর আনার সময় তাঁরা দূর থেকে দাঁড়িয়ে ঠাকুর দর্শন ও প্রণাম করতেন। এমনকি, মায়ের বিসর্জনের সময়ও দলিতরা গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রণাম করতেন।

মণ্ডপসজ্জার উপকরণ বানাতে ব্যস্ত শিল্পীরা।

চারের দশকের গোড়ায় পরাধীন ভারতে সামাজিক আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলে সম্বোধন করেন। দলিতদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেন। নেতাজীর নেতৃত্ব কলকাতা পুরসভার দলিত কর্মচারীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে সামগ্রিক বদল আনে। সেই আবহে হাজরা পার্ক দুর্গোৎসবের জন্ম। চারের দশকে দক্ষিণ কলকাতার স্ক্যাভেঞ্জার কলোনি ও কয়লা ডিপো হাজরা পার্কের কাছে অবস্থিত ছিল। এক ব্যক্তি দলিতদের পুজো করার জন্য ছোট্ট দুর্গামূর্তি নিয়ে আসেন। উচ্চবর্গের মানুষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় ওই ব্যক্তির।

ডিপোর টাইম কিপার কলকাতা পুরসভার আধিকারিককে জানান। এরপর উচ্চবর্ণের কর্মচারী ও আধিকারিকরাই দলিত কর্মচারীদের জন্য পুজোর দায়িত্ব নেন। সেই থেকে এই পুজোর শুরু। ১৯৪৪ সাল পর্যন্ত কদমতলায় পুজো হত। ১৯৪৫ সাল থেকে হাজরা পার্কের বর্তমান জায়গায় উঠে আসে পুজো। এখন সর্বজনীন এই পুজোর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন কলকাতা পুরসভার দলিত কর্মচারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen