বাঙালি এবং বাংলাভাষা বিতর্ক: আড়াআড়ি বিভক্ত BJP ও পদ্ম পার্টির বঙ্গ শাখা!
বাংলার মাটিতে বিজেপি ক্রমেই প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। ক্ষোভের আগুন বাড়ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: মালব্যরা কি বাংলায় জিততে চান না? বাঙালি এবং বাংলাভাষা বিতর্কে প্রবল চাপে বঙ্গ বিজেপি। রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন দলের নেতারা। বাংলার মাটিতে বিজেপি ক্রমেই প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। বাংলা কোনও ভাষাই নয়, অমিত মালব্যের এহেন মন্তব্য ঘিতে আগুন ফেলেছে। পার্টি লাইন মানতে গিয়ে বাংলার বিজেপি নেতারা তাঁকে সমর্থন করছেন বটে কিন্তু তাঁরা জানেন রাজনীতির মাঠে ফুলটস বল ছাড়েন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের আগুন বাড়ছে। আর তাতেই ভোটের অঙ্ক আরও জটিল হয়ে পড়েছে বিজেপির জন্য।
বাঙালির জাত্যাভিমান সম্পর্কে ওয়াকিবহাল নন উত্তর ভারতের গেরুয়া নেতারা। বাংলা ও বাঙালি বিতর্ক চলতে থাকলে ছাব্বিশের ভোটে বাংলায় বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়তে বাধ্য। বঙ্গ বিজেপি কার্যত দিশেহারা। বাংলা ও বাঙালি কেন্দ্রিক একাধিক কর্মসূচি গ্রহণের ভাবনা শুরু হয়েছে বঙ্গ বিজেপি অন্দরে। বাংলা ও বাঙালি ইস্যুতে অযথা বিতর্কিত মন্তব্য ব্যুমেরাং হয়ে যাবে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এটিই বোঝাতে ডাহা ফেল করছেন বাংলার গেরুয়া শিবির।
বিজেপির একাংশের আশঙ্কা, বাংলা ভাষা বিতর্কে তৃণমূল সহ রাজ্যের অন্য দলগুলি বিজেপি বিরোধী সুর আরও চড়া করবে। দলগুলির প্রচারে যদি সাধারণ মানুষ সাড়া দেয়, তাহলে গেরুয়া শিবিরের জন্য বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। রাজনৈতিক মহলের দাবি, আসন্ন বিধানসভা ভোটে বাঙালি এবং বাংলা ভাষা ইস্যু যে অন্যতম প্রধান এজেন্ডা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। তাতে কি কিস্তিমাত করবে মমতা?