‘বাংলার বাড়ি’ প্রকল্পে ঘর পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই, চাইলে ফোন করুন, নোটিস জেলাশাসকের

জেলাশাসক বলেন, সামনের সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

December 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বাড়ির জন্য কেউ টাকা দাবি করলে সরাসরি ০৩৪২-২৬৬২৪২৮/২৫৫০৬৮৩ নম্বরে ফোন করে জানাতে পারেন। খোদ জেলাশাসকের দপ্তরে এই ফোন যাবে। এধরনের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই প্রশাসন পদক্ষেপ নেবে। এই মর্মে নোটিস জারি করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ।

জেলাশাসক বলেন, সামনের সপ্তাহের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তথ্য যাচাই করেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। এই সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে আবাস যোজনা প্রকল্পে একটি চক্র উপভোক্তাদের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়। তা নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ক্ষোভ তৈরি হয়। কিন্তু এবার প্রথম থেকেই প্রশাসন সতর্ক। উপভোক্তারা যাতে কারও দ্বারা প্রভাবিত না হয় সেই কারণেই জেলার বিভিন্ন প্রান্তে ওই পোস্টার সাঁটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক আধিকারিক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে কোনও নেতা বা জনপ্রতিনিধির হস্তক্ষেপ কাজে লাগেনি। প্রশাসনের আধিকারিক এবং কর্মীরা তালিকা যাচাই করেছেন। একাধিকবার তাঁরা গ্রামে গিয়েছেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। যাঁদের পাকাবাড়ি রয়েছে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাঁদের মাটির বাড়ি রয়েছে তাঁরাই বাড়ি পাচ্ছেন। এছাড়া প্রায় ২০০ ভূমিহীনকেও বাড়ি দেওয়া হচ্ছে। জমি পাট্টা দেওয়ার পর বাংলার বাড়ি প্রকল্পে তাঁদের টাকা দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen