‘এটা অপরাধ, গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি’, তৃণমূলের স্ট্র্যাটেজি লুটের বিস্ফোরক অভিযোগ মমতার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ইডির হানার মধ্যেই সল্টলেকের আইপ্যাকের দপ্তরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় পৌনে এক ঘণ্টা পর আইপ্যাকের দপ্তর থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘আমি মনে করি এটা অপরাধ’। আজ বিকেল চারটে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতা।
মমতার অভিযোগ, ফরেনসিক টিম এনে তথ্য চুরি করা হয়েছে। তিনি জানান, এই নিয়ে এফআইআর করা হবে। আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করেছে। আমাদের কাগজ, তথ্য সব লুট করেছে। লড়াই করার সাহস হচ্ছে না, এখন লুট করতে নেমেছে। হার্ড ডিস্ক, অর্থনৈতক কাগজ, পার্টির কাগজ নিয়ে নিয়েছে। বিজেপির মতো এত বড় ডাকাত দেখনি।’’
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘বিজেপির মতো এত বড় ডাকাত দেখনি।’’ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রীর হুঙ্কার, ‘‘আমি যদি বিজেপির পার্টি অফিসে হানা দেওয়াই? সেটা ঠিক হবে?’’
তিনি বলেন, ‘‘ভোর থেকে অপারেশন চালু করেছে। সকাল ৬টার সময়ে এখানে (আইপ্যাকের অফিস) শুরু হয়েছে। আমাদের সঙ্গে চিটিং করলে, জুয়া খেললে মেনে নেব না।’’ তাঁর অভিযোগ তৃণমূলের প্রচার কর্মসূচির ফাইল ইডি নিয়ে নিয়েছে। যতক্ষণ না পর্যন্ত প্রতীক আসছেন ততক্ষণ মমতা আইপ্যাকের কার্যালয়ে থাকবেন বলেও জানান। এই মুহূর্তে তিনি আবার আইপ্যাকের অফিসের ভিতরে একা বসে থাকবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা শেষ করে আসছি। বাংলার ওপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে- এটা আমি বিশ্বাস করি। বিজেপি ‘ফেস সেভিং’-এর জন্য কিছু গোদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গোদি মিডিয়ার ডিটেইলস আমরা রাখছি। যেটা সত্য, সেটা সব সময় অনুসন্ধান করতে আমরা দেবো।”