এবারের লড়াই বাংলাকে রক্ষা করার, পৈলানের জনসভা থেকে বললেন অভিষেক
বিজেপির নেতাদের সংবাদ মাধ্যমে সামনা সামনি বসার চ্যালেঞ্জ করে এদিন সাংসদ বলেন, ‘ঠিক করে নিন কোন চ্যানেলে বসবেন। একদিকে বিজেপির নেতা থাকবেন আর একদিকে আমি। ১০-০য় হারাব।’

‘এবারের লড়াই বাংলাকে রক্ষা করার লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী করার লড়াই নয়’। পৈলানের জনসভা থেকে দলের কর্মীদের এই বার্তাই দিলেন তৃণমূলের যুবনেতা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন সাংসদ আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘২৫০- এর নীচে নামবে না তৃণমূল। তৃতীয়বার হ্যাট্রিক করে মমতাকে মুখ্যমন্ত্রী করা শুধু সময়ের অপেক্ষা।’
বিজেপির (BJP) আসছে, বাংলা পড়তে জানে না, বলতে পারে না, মঞ্চের পিছনে কি লেখা রয়েছে তাও বলার ক্ষমতা নেই, তারাই নাকি সোনার বাংলা গড়বে। এই ভাঁওতায় আর বাংলার মানুষ পা দেবেন না। ‘
তিনি আরো বলেন, মাঠে ময়দানে লড়াই করার জন্যে প্রস্তুত আমরা। তোমাদের রিপোর্ট কার্ড কোথায়? ৭-৮ বছরে কি করেছে মোদী সরকার?’
কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করে অভিষেক বলেন, ‘সোনার বাংলা গড়তে এসেছে, সোনার ভারত গড়তে পেরেছে এই ৭ বছরে? ‘
বিজেপির নেতাদের সংবাদ মাধ্যমে সামনা সামনি বসার চ্যালেঞ্জ করে এদিন সাংসদ বলেন, ‘ঠিক করে নিন কোন চ্যানেলে বসবেন। একদিকে বিজেপির নেতা থাকবেন আর একদিকে আমি। ১০-০য় হারাব।’
বিজেপির দিকে নিশানা শানিয়েই এদিন তিনি বলেন, ‘টাকা ছড়িয়ে সাংসদ- বিধায়ক কিনছে। তৃণমূল (Trinamool) থেকে নেতা ভাঙিয়ে দল ভরাতে নেতাদের বিমানে উড়িয়ে নিয়ে যাচ্ছে। অথচ পুরনো কর্মীদের কোন মূল্য নেই বিজেপিতে। ‘