মুখ্যমন্ত্রীর পদ মেলেনি, এবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের দিকে নজর একনাথের

এই শপথ অনুষ্ঠান ছিল কার্যত চাঁদের হাট।

December 6, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: হিন্দুস্তান টাইমস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর গদিতে ফিরলেন বিজেপির দেবেন্দ্র ফড়ণবিস। বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে তিনি শপথ পাঠ করেন। বিজেপি, একনাথ শিন্ডে শিবিরের শিবসেনা, অজিত পাওয়ারের শিবিরের এনসিপি জোটের মহাযুতি মহারাষ্ট্রে তৈরি করতে চলেছে তাদের পরবর্তী সরকার।

এই শপথ অনুষ্ঠান ছিল কার্যত চাঁদের হাট। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহ, জেপি নড্ডা, শিবরাজ সিং চৌহান সহ বহু বিশিষ্টদের উপস্থিতিতে এই শপথ পাঠ করেন দেবেন্দ্র ফড়ণবিস।

এদিকে, দেবেন্দ্র ফড়ণবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ায়,ডেপুটির চেয়ারে এবার শিন্ডে শিবিরের শিবসেনার একনাথ। আর এবার খবর, সম্ভবত, মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরে নজর রয়েছে একনাথের। সেই দফতর যাতে তিনি পান, তার জন্য সম্ভবত বিজেপির দোর্দণ্ডপ্রতাপ নেতা অমিত শাহের সঙ্গে দেখা করতে চলেছেন একনাথ শিন্ডে। একনাথ শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় শিরসত বলেন,’ শপথগ্রহণ অনুষ্ঠানের পরে, একনাথ শিন্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উল্লেখ্য, যেকোনও রাজ্যেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতর হল স্বরাষ্ট্র। এককালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকা একনাথ এবার নজরে রাখছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকটি।

অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই ‘বদলা নয়, বদলের’ বার্তা দিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। তাঁর নেতৃত্বাধীন ‘মহাজুটি’ সরকারের ভবিষ্যতের রূপরেখাও স্পষ্ট করলেন তিনি। বৃহস্পতিবার বিকেল শপথগ্রহণের পর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই তিনি বলেন, “বদলের রাজনীতি হলেও প্রতিহিংসার রাজনীতি হবে না।” ২০১৯ সালের বিধানসভা ভোটের পর থেকে একাধিক রাজনৈতিক ভাঙাগড়ার সাক্ষী মহারাষ্ট্র। সেই প্রসঙ্গ উল্লেখ করে ফডণবীস বলেন, “গত পাঁচ বছরে আমরা বহু বদল দেখেছি। আমাদের আশা ভবিষ্যতে তেমন বড় কোনও ঝাঁকুনি হবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen