স্বাস্থ্য কমিশনের ধাঁচে এবার শিক্ষা কমিশন হতে চলেছে বাংলায়

জুলাই মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার

July 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রতিকী ছবি। সৌজন্যেঃ deccanherald

বেসরকারি স্কুলগুলি নিয়ে অভিভাবকদের অভিযোগের সুরাহা করতে এবার শিক্ষা কমিশন তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে, এই জুলাই মাসেই শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সেই কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে রাখা হতে পারে ।

রাজ্যের মন্ত্রিসভা এই কমিশন গড়ার ব্যাপারে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে বলেই বিকাশ ভবন সূত্রে খবর। বেসরকারি স্কুলগুলি যেভাবে দিন দিন পড়াশোনার খরচ বৃদ্ধি করছে, তাতে এই শিক্ষা কমিশন তৈরি আবশ্যিক হয়ে পড়েছে বলেই জানা যাচ্ছে।

ফি বৃদ্ধি নিয়ে প্রায়শই রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলে যখন তখন অভিযোগ ওঠে। শিক্ষা কমিশন তৈরী হলেএই ধরনের সমস্যা খতিয়ে দেখা হবে। লকডাউন কাটিয়ে স্কুল খোলার পর একাধিক বেসরকারি স্কুল ফি বাড়ানোর হয়েছিল। সেই নিয়ে বিভিন্ন স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখান। কোনও কোনও ক্ষেত্রে পুলিশ প্রশাসনকেও হস্তক্ষেপ করতে হয়েছে। ক্ষোভের জেরে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। সেই সময় রাজ্য সরকার শিক্ষা কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen