শিলিগুড়ি বিজেপিতে জোর ধাক্কা, তৃনমূলে যোগ ১৫০০ নেতা কর্মীর

এদিনের যোগদান মেলায় বিজেপির ভারতীয় মজদুর ইউনিয়নের সঙ্ঘের জোনাল ভাইস প্রেসিডেন্ট ও উত্তর পূর্ব রেলওয়ে কর্মচারী সঙ্ঘের সম্পাদক ডিবি দাস ও বিএমএসের শ্রমিক সংগঠনের দায়িত্বে থাকা শেখর লাহিড়ীর হাত ধরে গোটা ইউনিট যোগ দেয় তৃণমূলে।

September 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরবঙ্গের বিজেপিতে বড় ধ্বস নামল। নির্বাচনের মুখে গেরুয়া শিবির শিলিগুড়িতে তৃণমূলের ঘর ভাঙিয়ে দীপক শীলকে বিজেপিতে যোগদান করায়। এদিন পুনরায় তৃণমূলে যোগদান করে দীপক শীল জানান গেরুয়া শিবিরে গেলেও সেখানে কোনদিনই সক্রিয়ভাবে কাজ করতে পারিনি। একটা দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিমানবশত অবিবেচনামূলক একটি কাজ করে ফেলেছিলাম।এদিনের যোগদান মেলায় বিজেপির ভারতীয় মজদুর ইউনিয়নের সঙ্ঘের জোনাল ভাইস প্রেসিডেন্ট ও উত্তর পূর্ব রেলওয়ে কর্মচারী সঙ্ঘের সম্পাদক ডিবি দাস ও বিএমএসের শ্রমিক সংগঠনের দায়িত্বে থাকা শেখর লাহিড়ীর হাত ধরে গোটা ইউনিট যোগ দেয় তৃণমূলে। পাশাপাশি এদিনের যোগদান অনুষ্ঠানে সামিল ছিলেন তৃনমূলের জেলার সমস্ত শীর্ষ নেতৃত্বরা।

জেলা তৃণমূলের পক্ষে গৌতম দেব বলেন, “পুরনিগমের ২৮ ও ৩২নাম্বার ওয়ার্ডের প্রাক্তন বাম কাউন্সিলর, তারা দীর্ঘদিনের জন প্রতিনিধী। তাদের সঙ্গে প্রচুর মানুষ দলে যোগ দিয়েছেন। যা দলকে শক্তিশালী করবে।

অন্যদিকে দার্জিলিং জেলা তৃনমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, “প্রচুর আবেদন জমা পড়েছে। দলের বোঝা বাড়িয়ে লাভ নেই। তার চেয়ে বরং দলের সম্পদ ও শক্তি হয়ে উঠবে যারা তাদের যোগদান করাতে হবে। আবেদনকারীদের বিরুদ্ধে পূর্বের কোনো আইনানুগ মামলা থাকলে দলে তাদের জন্য কোনো জায়গা নেই। সমাজের কাছে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে তা বিবেচনা করেই যোগদানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যোগদানের জোয়ার সামাল দিতে প্রায় ৫০০০ আবেদন যাচাই করে দেখছে জেলা তৃণমূলের নেতৃত্ব।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen