সিকিমে ধস ও লাগাতার বৃষ্টিতে আটকে বহু বাঙালি পর্যটক
পর্যটকদের উদ্ধার করতে নেমেছে ভারতীয় সেনা, এবং তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে সিকিম রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ধস নেমেছে সিকিমের পাহাড়ি রাস্তায়। এর জেরে উত্তর সিকিমে আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। সিকিমের উত্তরাঞ্চলের সঙ্গে গ্যাংটকের যোগাযোগের রাস্তা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ধসের ফলে।
ইতিমধ্যেই মঙ্গলবার রাত থেকে পর্যটকদের উদ্ধার করতে নেমেছে ভারতীয় সেনা, এবং তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে সিকিম রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু প্রশাসনের সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন অঞ্চলে আটকে পড়া পর্যটকদের একবারে গ্যাংটকে পৌঁছে দেওয়া।
জানা যাচ্ছে, লাচুং অঞ্চলে প্রায় ৫০টি গাড়ি আটকে রয়েছে পর্যটকদের। সমানে চলছে মুষলধারে বৃষ্টি, যার জেরে নতুন করে ধস নামতে পারে পাহাড়ে।
লাচুং এবং লাচেনের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সাংকেলান ও ফিডাংয়ের মধ্যেকার পথও ধসের কারণে বিপর্যস্ত। মঙ্গন থেকে টুং নাগা হয়ে চুংথাং যাওয়ার নতুন রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। পর্যটকদের উদ্ধার করে ঘুরপথে গ্যাংটক পৌঁছনোর কাজ করা হলেও লাগাতার বর্ষার জেরে সেই কাজ ব্যাহত হচ্ছে। এখনও আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর সিকিমে জুড়ে।