BDO-কে ধমকি! সরকারি দপ্তরে ‘দাদাগিরি’ আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: বিডিওর সঙ্গে হম্বিতম্বি। সরকারি অধিকারিকের উপর চড়াও হলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (BJP MP Manoj Tigga)। অভিযোগ, ত্রাণ বণ্টন নিয়ে মাদারিহাটের বিডিওর সঙ্গে বচসায় বিজেপি সাংসদ তাঁকে ধমকি দেন। আঙুল উঁচিয়ে, টেবিল চাপড়ে বিডিও অফিস কার্যত ‘দাদাগিরি’ করলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার। মনোজের হুমকি, ধমকির ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়েছে। বিজেপি সাংসদের আচরণের সমালোচনায় নানা মহলে ঝড় বইতে আরম্ভ করেছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।
দুর্গাপুজোর পর নাগাড়ে বৃষ্টিতে বানভাসি হয় উত্তরবঙ্গ। ত্রাণ নিয়ে দরবার করতে মাদারিহাটের বিডিও অমিত চৌরাশিয়ার দপ্তরে যান সাংসদ মনোজ টিগ্গা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথম থেকে দুর্ব্যবহার শুরু করেন বিজেপি সাংসদ। আঙুল তুলে, বার বার টেবিল চাপড়ে কুকথা বলতে শোনা যায় তাঁকে। এহেন অপমানজনক পরিস্থিতিতেও মেজাজ হারাননি বিডিও। সাংসদকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর বিডিও অফিস থেকে বেরিয়ে যান সাংসদ। একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে সরকারি আধিকারিকের দুর্ব্যবহার করতে পারেন? প্রশ্ন উঠছে।
ঘটনাটি ঊর্ধ্বতনকে জানান বিডিও। তিনি বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে না-জানিয়ে সাংসদ এসেছিলেন। ভিডিও রেকর্ড করে চলে গিয়েছেন। কারও সঙ্গে ঝগড়া করতে নয়, আমি কাজ করতে এসেছি।” সাংসদের এমন অভব্য আচরণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নিন্দায় সরব নানা মহল।