বড়দিনে সিনেমাপ্রেমীদের জন্য সুপার ট্রিট! আসছে তিনটি বাংলা ছবি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৯: বড়দিন মানেই টলিউডে উৎসবের আমেজ। দর্শকেরা অপেক্ষায় থাকেন নতুন ছবির রিলিজের জন্য, আর প্রযোজকদের কাছে এটি বছরের সবচেয়ে লাভজনক সময়। এ বছর বড়দিনকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে তিনটি বহুল প্রতীক্ষিত বাংলা ছবি—’প্রজাপতি ২’, মিতিন মাসি সিরিজের নতুন ছবি ‘একটি খুনির সন্ধানে’ এবং ভক্তিমূলক ছবি লহ ‘গৌরাঙ্গের নাম রে’। তিনটি ছবি তিন ঘরানার, ফলে সিনেমাহলে তৈরি হবে বৈচিত্র্যের জোয়ার।
*প্রজাপতি ২* সুপারহিট পারিবারিক ছবি ‘প্রজাপতি’-র পরে এ বছর বড়দিনে আসছে তার সিক্যুয়েল ‘প্রজাপতি ২’।
মিঠুন চক্রবর্তী ও দেব—দুই প্রজন্মের এই জনপ্রিয় জুটিকে ফের বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। পরিবারের টানাপোড়েন, সম্পর্কের উষ্ণতা, হাসি-ঠাট্টা আর আবেগে ভরা এই গল্পটি বড়দিনের সময় দর্শকদের মন ভোলাতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে।
*‘মিতিন একটি খুনির সন্ধানে’* বাংলা সিনেমার জনপ্রিয় মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি, ফেলুদা বা ব্যোমকেশের মতোই নিজের আলাদা জায়গা তৈরি করেছে। বড়দিনের উৎসবকে আরও টানটান উত্তেজনায় ভরিয়ে দিতে আসছে ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’। অরিন্দম শীলের পরিচালনায় তৈরি এই ছবিতে পাওয়া যাবে আরও গভীর রহস্য, আরও জটিল অনুসন্ধান এবং এক ভিন্ন স্বাদের মানবিক টানাপোড়েন।
নতুন গল্পের সূচনা হয় এক সাধারণ ঘটনা থেকে—একজন উদ্বিগ্ন স্ত্রী তার নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে হাজির হন মিতিনের কাছে। প্রথমে বিষয়টি নিছক একটি নিখোঁজ হওয়ার তদন্ত হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু মিতিনের অনুসন্ধান যত এগোতে থাকে, ততই স্পষ্ট হয়—এটি কোনও সাধারণ হারিয়ে যাওয়ার ঘটনা নয়। সূত্র জোড়া লাগতে শুরু করলে সামনে আসে এক অন্ধকার সত্য, আর তদন্ত মোড় নেয় এক ভয়ংকর খুনের রহস্যের দিকে।
মিতিনের তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, যুক্তিবোধ এবং সাহসিকতা আবারও দর্শকদের গা ছমছম করা তদন্তযাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। অরিন্দম শীল জানিয়েছেন, এই ছবিতে রহস্যের পাশাপাশি মানবসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনও বিশেষভাবে ফুটে উঠবে। গল্পের প্রতিটি মোচড় দর্শককে ধরে রাখবে শেষ মুহূর্ত পর্যন্ত।
*‘লহ গৌরাঙ্গের নাম রে’* এসভিএফ ও দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনায় তৈরি এই ভক্তিমূলক সিনেমাটি একেবারেই অন্য স্বাদের। আধ্যাত্মিকতা, ভক্তি, কীর্তন ও মানবিকতার বার্তা নিয়ে গড়ে ওঠা এই ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন তিনটি ভিন্ন সময়কাল ধরে দেখানো হবে। এই ছবিতে দিব্যজ্যোতি দত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রে ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় নটী বিনোদিনীর ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন পাওলি দাম, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার এবং ইশা সাহার মতো তারকারা। গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। শোনা যাচ্ছে ৫০০ বছরের এক লম্বা সময়কে এক সুতোয় গেঁথেছেন পরিচালক সৃজিত মুখার্জী।
তিনটি ছবির স্বাদ তিন রকম—কোথাও আছে পরিবারের আবেগ, কোথাও গোয়েন্দা রহস্যের টান, আবার কোথাও ভক্তি ও মানবিকতার আলো। বড়দিনের ছুটিতে দর্শকদের সামনে তাই খুলে যাচ্ছে বৈচিত্র্যময় বিনোদনের দরজা। বছরের শেষ উৎসবকে আরও রঙিন করে তুলতে টলিউড নিয়ে আসছে এই তিনটি বিশেষ ছবি। এখন অপেক্ষা শুধু—হলভরা দর্শকের করতালিতে কোন ছবিটি জিতে নেবে বড়দিনের হৃদয়, আর কোনটি হয়ে উঠবে বছরের সেরা উপহার।