এক দিনের ব্যবধানে তিন সংখ্যালঘু হত্যা, ভোটের আগে ইউনূসের বাংলাদেশে বাড়ছে আতঙ্ক

January 7, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: মাত্র এক দিনের ব্যবধান তিন সংখ্যালঘু হত্যালীলা দেখল নতুন বাংলাদেশ। বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে খুন হলেন তিন হিন্দু যুবক। যশোরের ভরা বাজারে রবিবার সন্ধ্যায় গুলি করে খুন করা হয় সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে। সোমবার রাতে নরসিংদী জেলার চরসিন্দুর ইউনিয়নে মুদি দোকানদার শরৎ চক্রবর্তী ওরফে মণিকে খুন করে দুষ্কৃতীরা। মঙ্গলবারও জারি সংখ্যালঘু নিধন।

মঙ্গলবার, নওগাঁ জেলার মহাদেবপুরে মৃত্যু হল জনৈক মিঠুন সরকারের। চোর সন্দেহে বছর পঁচিশের মিঠুনকে তাড়া করে উত্তেজিত জনতা। মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে হঠাৎই স্থানীয়রা মিঠুনকে ধাওয়া করতে শুরু করে। প্রাণ বাঁচতে বাজারের পাশে খালে ঝাঁপ দেন মিঠুন। আর উঠে আসতে পারেননি। জলে ডুবেই মৃত্যু হয় তাঁর। পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ভোটমুখী বাংলাদেশে ক্রমেই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। আতঙ্ক চেপে বসছে হিন্দুদের মধ্যে।

এই নিয়ে বাংলাদেশে তিন সপ্তাহের মধ্যে মোট সাত জন হিন্দুকে হত্যা করা হল। হাসিনার পতনের পর থেকে হিন্দু নির্যাতনের মাত্রা প্রতিদিন বেড়েই চলেছে। উল্লেখ্য, রবিবার বিকেলে যশোর জেলায় খুন হয়েছিলেন এক সংবাদপত্রের সম্পাদক রানা প্রতাপ। বাজারের মধ্যেই আততায়ীদের গুলিতে ঝাঁজরা হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

৩১ ডিসেম্বর খোকন দাস নামের এক হিন্দু ব্যক্তিকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে উন্মত্ত জনতা। দিনদুয়েক পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ময়মনসিংহের ভালুকায় খুন হন বজেন্দ্র বিশ্বাস। একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন তিনি। এক সহকর্মী নিরাপত্তাকর্মী ৪২ বছরের ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ। এই নিয়ে গত তিন সপ্তাহে বাংলাদেশে হিংসার শিকার হয়েছেন ৬ জন হিন্দু। সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইউনূসের শাসনকালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ছবিটা ক্রমেই ভয়ংকর হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen