পাকিস্তানের ৩ বিমানঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত, রজৌরিতে নিহত সরকারি আধিকারিক-সহ তিন
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা চালাল পাকিস্তান। দেশের সীমান্তবর্তী ২৬টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে রাতভর চলে গুলি বর্ষণও।
সংবাদসংস্থা এএনআই সূত্রের খবর, পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত। পাকিস্তানি সরকার বিদেশি চ্যাটনেল আল জাজিরাকে জানিয়েছে, ভারত ব্যা লেস্টিক মিসাইল ছুড়েছে ওই তিনটি এয়ারবেস লক্ষ্য করে।
জানা যাচ্ছে, শুক্রবার রাতে পাকিস্তানের অধিকাংশ হামলা ভারত রুখে দিলেও পাক সেনার ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলা এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে রাজ্য পুলিশ হাসপাতালে তাঁদের দেখতেও গেছে। বিষয়টি সামনে আসার পরই মধ্যরাতে প্রত্যাঘাতের পথে হাঁটে ভারত। পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে জবাব দেওয়া হয় বলে খবর।
পাকিস্তানের ছোড়া বোমা বিস্ফোরণে রজৌরিতে নিহত হলেন এক সরকারি আধিকারিক-সহ তিন জন।
খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জানা যাচ্ছে, মৃত অফিসারের নাম রাজকুমার থাপা। তিনি জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের অন্যতম শীর্ষ কর্তা ছিলেন। সীমান্ত অভিযানে সঙ্গে যুক্ত এই অফিসার শুক্রবার রাতে অনলাইনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছিলেন।