টিকিটের মূল্য ৫ হাজার টাকা! থলপতি বিজয়ের শেষ ছবি ঘিরে অবিশ্বাস্য উন্মাদনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৫: একদিকে কারুর পদপিষ্টকাণ্ডে সিবিআইয়ের তলব, অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের রাজনৈতিক চাপ। তার ওপর আবার সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে জটিলতা। সব মিলিয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের (Thalapathy Vijay)। কিন্তু এতসব বিতর্কের মাঝেও প্রমাণ হয়ে গেল, অভিনেতার ‘স্টারডম’-এ এতটুকুও ভাটা পড়েনি। বরং তাঁর শেষ সিনেমা ‘জন নয়াগন’ (Jana Nayagan)-কে ঘিরে ভক্তদের উন্মাদনা এখন আকাশছোঁয়া। পরিস্থিতির গুরুত্ব এতটাই যে, ছবিটির টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা পর্যন্ত।
আগামী ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা বিজয়ের কেরিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। রাজনৈতিক মহলের একাংশের মতে, কারুরকাণ্ডের জেরে রাজনীতির ময়দানে বিজয়ের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এবং ভোটের প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে। কিন্তু বক্স অফিসের চিত্রটা সম্পূর্ণ উল্টো। অগ্রিম বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট।
সিনেদুনিয়া থেকে বাণপ্রস্থ নিয়ে পুরোপুরি রাজনীতিতে নামার ঘোষণা আগেই করেছিলেন বিজয়। তাই প্রিয় ‘থলপতি’-কে শেষবারের মতো বড়পর্দায় দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা। আর এই আবেগকে কাজে লাগিয়েই চলছে টিকিটের দেদার কালোবাজারি। বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, তামিলনাড়ুর একাধিক প্রেক্ষাগৃহে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে।
অভিযোগ উঠেছে, রোহিনি সিলভারস্ক্রিন প্রেক্ষাগৃহে মোটা অঙ্কের বিনিময়ে টিকিট বিক্রি করা হচ্ছে। পিছিয়ে নেই ক্রোমপেটের ভেট্রি থিয়েটারও, সেখানে এক-একটি টিকিটের দাম রাখা হয়েছে ৪ হাজার টাকা। অন্যদিকে, কমলা সিনেমা এবং কাশী থিয়েটারে যথাক্রমে ৩,৫০০ এবং ৩,০০০ টাকায় টিকিট বিকোচ্ছে। কোথাও কোথাও সেই দাম ৫ হাজারেও পৌঁছেছে বলে খবর।
দীর্ঘ তিন দশক ধরে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন বিজয়। নিজের অভিনয় গুণে তিনি হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের প্রতিনিধি বা ‘থলপতি’। এবার সেই জগতকে বিদায় জানিয়ে তিনি হতে চান প্রকৃত ‘জননায়ক’। চোখের জলে সিনেমাকে বিদায় জানালেও, তাঁর শেষ ছবি ঘিরে তৈরি হওয়া এই নজিরবিহীন উন্মাদনা বুঝিয়ে দিচ্ছে, ভক্তদের মনে তাঁর স্থান আজও অমলিন। এখন দেখার, সেন্সরের গেরো কাটিয়ে ৯ জানুয়ারি পর্দায় ঝড় তুলতে পারেন কিনা ‘জন নয়াগন’।