প্রকাশ্যে ‘টিকটিকি’-র ট্রেলার, দর্শকদের মন জয় করলেন কৌশিক-অনির্বাণ

দুই দোর্দণ্ডপ্রতাপ অভিনেতা একে অন্যকে ‘সূচ্যগ্র মেদিনী’ ছাড়েননি।

March 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রঙ্গমঞ্চের খবর যাঁরা রাখেন, ‘টিকটিকি’ (Tiktiki) শব্দটি তাঁদের কাছে খুবই পরিচিত। এই নাটকেই সত্যসিন্ধুর ভূমিকায় অভিনয় করতেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। সঙ্গতে কৌশিক সেন। বাংলা থিয়েটারের জনপ্রিয় নাটককে ওয়েব সিরিজের রূপ দিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কালজয়ী চরিত্রটি ফুটিয়ে তুলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। আর তাঁর সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)।

করোনামুক্ত হলেও তাঁর পরবর্তী ধাক্কা সামলাতে পারেননি সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১৫ নভেম্বর প্রয়াত হন অভিনেতা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন অর্থাৎ ২০২১ সালের ১৪ নভেম্বর ‘টিকটিকি’ সিরিজে শুটিং শুরু করেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)। এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ। শনিবার প্রকাশ্যে এল ট্রেলার।

শাফের রচিত ‘স্লিউথ’ নাটকের বঙ্গানুবাদ ‘টিকটিকি’ তৈরি করেন কৌশিক সেন। স্বপ্ন সন্ধানীর এই নাটক বাংলা থিয়েটার জগতের অন্যতম সম্পদ। নাটকে সত্যসিন্ধু চৌধুরীর ভূমিকায় অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন দর্শকরা। সেই চরিত্র এই সিরিজে ফুটিয়ে তুলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম সৌমেন্দ্র কৃষ্ণ দেব। জনপ্রিয় এই নাটকে বিমল নন্দীর সেজে মঞ্চে আসতেন কৌশিক সেন (Kaushik Sen)। সেই চরিত্রের নাম পালটে হয়েছে মিলন বসাক। অভিনয়ে অনির্বাণ ভট্টাচার্য।

সাসপেন্স থ্রিলার এই গল্পের আগাম ঝলকে অনির্বাণ-কৌশিক যুগলবন্দি দেখার মতো। দুই দোর্দণ্ডপ্রতাপ অভিনেতা একে অন্যকে ‘সূচ্যগ্র মেদিনী’ ছাড়েননি। “তুমি আমার স্ত্রীকে বিয়ে করবে?”, মিলনরুপী অনির্বাণের দিকে বন্দুক তাক করে প্রশ্ন সৌমেন্দ্র কৃষ্ণ দেব ওরফে কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এমন তীক্ষ্ণ সংলাপেই পরিপূর্ণ ‘টিকটিকি’  সিরিজের ট্রেলার। ১৮ মার্চ থেকে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে এপিসোডগুলি। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen