এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে শুক্রবার দেখা করবেন অভিষেক
এই পরিস্থিতিতে এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে অভিষেকের দেখা করার ইচ্ছা প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর এবার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার আশ্বাস দিলেন তিনি।
এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এখন আলোচনার শীর্ষে। সর্বত্র তাঁদের নিয়ে চর্চা চলছে। এই পরিস্থিতিতে এসএসসি আন্দোলনকারীদের সঙ্গে অভিষেকের দেখা করার ইচ্ছা প্রকাশ যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল।
যোগ্যতা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রতিবাদে ৫০০ দিন ধরে এসএসসি আন্দোলনকারীদের অনশন চলছে। বৃহস্পতিবার আন্দোলনকারীদের ফোন করেন অভিষেক। এবার এসএসসি নিয়ে অভিষেকের হস্তক্ষেপে আশাবাদী সব মহল।