আবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল

উল্লেখ্য, গতকালই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূল।

March 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গে (West Bengal) অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে আজ দুপুর ১২টায় দিল্লির নির্বাচন কমিশনের(ECI) অফিসে যাবে তৃণমূলের(TMC) সংসদীয় দল। এই প্রতিনিধি দলে থাকবেন যশোবন্ত সিনহা(Yashwant Sinha), নাদিমুল হক(Nadimul Haq), মহুয়া মৈত্র(Mahua Moitra), প্রতিমা মণ্ডল(Pratima Mondal) এবং সৌগত রায়(Saugata Roy)।

উল্লেখ্য, গতকালই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। নন্দীগ্রামে কর্মীদের ওপর বিজেপির হামলার অভিযোগ জানানো হয়েছিল। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে আক্রান্ত হওয়ার পর দিল্লির নির্বাচন কমিশনের অফিসে গেছিল তৃণমূল।

নির্বাচনী জনসভা থেকে একাধিকবার নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অমিত শাহের অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন। বাংলার দায়িত্বে থাকা সুদীপ জৈনের অপসারণের দাবিও জানিয়েছে ঘাসফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen