ত্রিপুরায় পুর ভোটের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ শুরু তৃণমূলের

রবিবার সন্ধ্যা বেলায় আগরতলায় সংসদ সুস্মিতা দেব ও আশীষ লাল সিং এর হাত ধরে ৩১টি পরিবারের ১০৭ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

October 25, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ত্রিপুরায় ২৫ নভেম্বরের পুরভোটকে সামনে রেখে তুই বাছাইয়ের কাজ শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। আগরতলা কর্পোরেশন, পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যেই বায়োডাটা জমা পড়তে শুরু করেছে।

দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক, কমিটির অন্যতম সদস্য সংসদ সুস্মিতা দেব এবং আশীষ লাল সিং আগরতলা সহ জেলাতেও প্রাথমিকভাবে প্রার্থী তালিকা তৈরির কাজ শুরু করে দিয়েছেন। মূলত সাহসী, এলাকায় পরিচিতি আছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা রয়েছে এরকম দলীয় কর্মীকে প্রার্থী করতে চাইছে দল। অনুযায়ী এলাকাভিত্তিক নামের তালিকা ও তাদের সম্পূর্ণ তথ্য নিয়ে রাখা হচ্ছে। চলতি মাসের ২৯ তারিখের মধ্যে একটি প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠানো হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দিয়ে যে তালিকা পাঠানো হবে সেই তালিকা অনুযায়ী পুরভোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

অন্যদিকে বিজেপির সন্ত্রাসের আবহেও অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইল। এদিন সকালে বনমালীপুর রাধানগরে ৯২ টি পরিবারের ৩৫৯ জন দলে যোগ দেন। আশীষ লাল সিং এর তত্ত্বাবধানে এই যোগদান পর্ব চলে।

রবিবার সন্ধ্যা বেলায় আগরতলায় সংসদ সুস্মিতা দেব ও আশীষ লাল সিং এর হাত ধরে ৩১টি পরিবারের ১০৭ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের পর সুস্মিতা জানান, ত্রিপুরার শাসক দল বিজেপির যতই চোখ রাঙাক মানুষ ওদের আর ভয় পাচ্ছে না। তাই প্রত্যেক দিন প্রচুর নেতা-কর্মী-সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। সামনের পুরভোটে ত্রিপুরার মানুষ বিজেপির অপশাসনের জবাব দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen